নারায়ণগঞ্জে নতুন গ্যাস লাইন উদ্বোধন

Slider বাংলার সুখবর

1512380_1487490374814702_7319271153468656892_n

মুন্নী রুনা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease font Enlarge font
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিল্প ও আবাসিক অঞ্চলে পাইপলাইনে গ্যাসের চাপ বৃদ্ধির লক্ষ্যে স্থাপিত নতুন গ্যাস লাইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ গ্যাস লাইনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম জানান, ২৫ কোটি টাকা ব্যয়ে ১৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ এ গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। শিগগিরই মুন্সীগঞ্জের মোক্তারপুর-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ও পঞ্চবটি এলাকার মানুষ এর সুফল ভোগ করবে।

অনুষ্ঠানে ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন-উর-রশিদ, নারায়ণগঞ্জ নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের।

সভাপতিত্ব করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মঞ্জুরুল হক।

২০১৩ সালের ২৩ নভেম্বর ১৫ কিলোমিটার গ্যাসের পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *