রাজশাহীতে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

Slider রাজশাহী

রাজশাহী মহানগরী থেকে নিখোঁজের তিনদিন পর এক অটোরিকশা চালকের লাশ গোদাগাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোদাগাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত অটোরিকশা চালকের নাম জসিম উদ্দিন জয় (২০)। তিনি নগরী বড়বনগ্রাম এলাকার আরকান আলীর ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ৭ জানুয়ারি নিখোঁজ হন জয়। এ ঘটনায় জয়ের মামা মঞ্জুর হোসেন নগরীর শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ জয়ের অনুসন্ধান করতে গিয়ে গোদাগাড়ী এলাকার জসিম ও সুমন নামের দুইজনের সন্ধান পায়। তারা ওইদিন জয়ের অটোরিকশাটি ভাড়া করেছিলেন। এরপর তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাতে গোদাগাড়ী থানার সরমংলা এলাকা থেকে ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *