ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

Slider সারাবিশ্ব


ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে তিনি হলেন বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে তিনি বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেন। বেলা ১১টায় ভোটগ্রহণ শুরু হয়। গণনার আগে সব ব্যালট বাক্স উন্মুক্ত করে দেয়া হয়। ভোট গণনা শুরু হয় দুপুর দেড়টায় পার্লামেন্ট ভবনে।

পরাজয় মেনে নিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা। আগামী ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী। তার একদিন আগে বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়ে যাবে।

এরআগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দ্রৌপদী। উড়িষ্যার একটি পশ্চাৎপদ জেলার ময়ূরভঞ্জ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। সাঁওতাল পরিবার থেকে এসেছেন দ্রৌপদী মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *