অনেক জল্পনা-কল্পনা শেষে টি-টোয়েন্টি থেকে অবসর তামিমের

Slider খেলা

তামিম ইকবাল কি আর টি-টোয়েন্টি খেলবেন? গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে বহুল আলোচিত প্রশ্ন এটি। যার উত্তরে বিসিবি সভাপতি থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকে অনেক উত্তর দিয়েছেন।

কিন্তু খোদ তামিম ছিলেন নিশ্চুপ। সবদিক থেকে উত্তর আসতে দেখে তামিম নিজেই বলে বসলেন, ‘আমার সিদ্ধান্ত আমাকে বলতে দিন।’ এমন বক্তব্য দিয়েও তামিম টি-টোয়েন্টি নিয়ে বলছিলেন না কিছুই। তামিমের দেওয়া ভাষ্যমতে, এই ক্রিকেটারের টি-টোয়েন্টি ক্রিকেটারের ভবিষ্যৎ জানা যাবে চলতি বছরের আগস্ট মাসে।

তবে তার আগে চলতি জুলাই মাসের ৪ তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে এই ক্রিকেটার আচমকা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে পোস্ট করেন। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হয়ে গেলে আবার মিনিট দশেকের মধ্যে সেটি মুছেও দেন তামিম।

তবে ভক্ত-দর্শকদের সঙ্গে সেই অনুমানের খেলা বেশিদিন চালিয়ে গেলেন না তিনি। অবশেষে নানান জল্পনা-কল্পনা শেষে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই দিলেন তামিম ইকবাল খান। ১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে টাইগার জার্সিতে ৭৮ ম্যাচ খেলে বিদায় নিলেন দেশসেরা এই ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *