ভূমিকম্পে দুই জনের মৃত্যু, হেলে পড়েছে বহু ভবন

Slider জাতীয়

Redisha Spining Sreepur

সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ভূমিকম্পের আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। আহত ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপরদিকে পাবনায় ভূ-কম্পনের সময় আতঙ্কে পাবনা সরকারি গামা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও পাবনা পৌর মহিলা লীগের সম্পাদক রোকেয়া বেগম ইতি (৬৫) মারা গেছেন। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় স্কুলে তাড়াহুড়ায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া সারাদেশে বহু বভন হেলে পড়ার খবর পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুরে সাত তলা গার্মেন্ট ভবন হেলে পড়েছে। তবে এ ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর বঙ্গবাজার এবং যাত্রাবাড়িতেও দুটি আবাসিক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রসাসনিক ভবন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বড় ধরণের ফাটল ধরেছে। বরিশালে মহিলা কলেজে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়াহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভূমিকম্প আতঙ্কে সাভারের একটি তৈরি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। আজ ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয়। শনিবার বেলা ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এরপর কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভূত হয়। নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার উত্তরপশ্চিমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *