মির্জা আব্বাসের ইশতেহারে ১০ দফা

Slider রাজনীতি

72259_mrj

১০ দফা প্রতিশ্রুতিসহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার পক্ষে ইশতেহার ঘোষণা করেন স্ত্রী আফরোজা আব্বাস। নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজ সেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থা উন্নীতকরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে ইশতেহারে।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন আমাদের প্রচারণা চালানোর অধিকার আছে, কিন্তু আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় যারা আমাদের সহযোগিতা করছে তাদের হুমকি দেয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।  তিনি বলেন, আমি ঢাকার বউ, আমার বাড়ি পাবনায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার নিরাপত্তা ও ইজ্জত রক্ষায় ঢাকাবাসীর সহযোগিতা চাই। ঢাকাবাসীকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, নির্বাচনে নীরব বিপ্লব হবে, মির্জা আব্বাস জয়ী হবেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানান আফরোজা আব্বাস। আফরোজা আব্বাস বলেন, নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকাকে গড়ে তুলবেন মির্জা আব্বাস। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ,আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *