বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের বাড়িই গাজীপুরে

Slider গ্রাম বাংলা


বরিশাল: বরিশালের উজিরপুরে চাকা পাংচার হয়ে সড়কের মাঝে থেমে থাকা একটি মাইক্রোবাসে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। তাদের সবার বাড়ি গাজীপুরের কোনাবাড়ি উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসছিল একটি মাইক্রোবাস। অপরদিকে পটুয়াখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল মোল্লা ট্রাভেলসের একটি বাস। পথে উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার (লিক) হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন নিহত হন। পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

উজিরপুর থানা পুলিশের ইনচার্জ (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া আটজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *