ইংল্যান্ডে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

Slider খেলা


হেডেংলি টেস্টে জিততে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৯৬ রান। তবে টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের ভীত গড়ে রাখে স্বাগতিকরা। ওলি পোপ ও জো রুটের পর পঞ্চম দিন জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটে ৭ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।

এই সিরিজটি ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা এই সিরিজেই নতুন অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে পায় দলটি।

সোমবার পঞ্চম দিনের খেলায় ইংল্যান্ডের জয়ের জন্য মাত্র ১১৩ রান দরকার পড়ে। যেখানে চতুর্থ দিন ২ উইকেট হারিয়ে ১৮৩ রানে শেষ করেছিল তারা। এদিন মাত্র ১৫.২ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। তবে আগের দিনে ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া পোপ মাত্র এক রান যোগ করেই টিম সাউদির বলে বোল্ড হন।

যদিও কিউই বোলারদের এদিন এই একটি সাফল্যই ধরা দেয়। বাকিটা সময় শাসন করেন রুট ও বেয়ারস্টো। যেখানে বেয়ারস্টো ছিলেন বিধ্বংসী। চতুর্থ উইকেট জুটিতে তারা ৮৭ বলে ১১১ রান যোগ করেন। রুট শেষ অবধি ১২৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে বেয়ারস্টো মাত্র ৪৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন।

নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান করে। জবাবে ৩৬০ রান করে লিড নেয় ইংল্যান্ড। পরে কিউইরা দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে সবকটি উইকেট হারায়।

দুই ইনিংসে ৫ উইকেট করে ১০ উইকেট পাওয়া ইংলিশ স্পিনার জ্যাক লিচ ম্যাচ সেরা হন। অন্যদিকে ৩ টেস্টে ৩৯৬ রান ও একটি উইকেট পাওয়া রুট সিরিজ সেরা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *