গুলিতে দুই শিবিরকর্মী নিহত

Slider রাজনীতি

71497_shibir

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। তার নাম আনিস। সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তিনি। অপরদিকে রাজশাহী মহানগরের নওদাপাড়া বাইপাস থেকে শহীদুল ইসলাম (২৬) নামে এক শিবির কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিবিরকর্মী শহীদুল ইসলাম মহানগরের শাহ মখদুম (রহ.) থানার ভাড়ালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আানিছুর রহমান আনিছ (১৮) নামে এক শিবিরকর্মীর মৃত্যু হয়েছেন। তিনি উল্লাপাড়ার গয়হাট্টা-পারকোলা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর ছাত্র। শহরের নবদ্বীপপুল সংলগ্ন ধানবান্ধি মহল্লার ভাই ভাই মেসে থাকতেন তিনি। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক বিভাগের মেডিকেল অফিসার নুরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, আনিসকে নিয়ে শিবির কর্মীদের গ্রেপ্তার অভিযানে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আনিস আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *