গাজীপুরে শিবিরের মিছিল, বাস ভাংচূর আগুন

Slider টপ নিউজ

11133877_1814217478803807_2778574413562663031_n
গাজীপুর:  জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডের প্রতিবাদে জামায়াত আহুত হরতালের সমর্থনে  মিছিল ও পিকেটিং করে বাসে আগুন দিয়েছে ছাত্র শিবির।  তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার(১৩ এপ্রিল) হরতাল শুরু হওয়ার পর থেকে সকাল ১০টা পর্যন্ত জেলার বোর্ডবাজার, গাছা, ও সালনায় মিছিল করেছে ছাত্র শিবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে শিমুলতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় শিবির। এসময়
যাত্রীরা লাফিয়ে নেমে পড়েন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করেন।

এদিকে গাজীপুর মহানগর ছাত্র শিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাছা থানা সভাপতি মু. মনোয়ারের নেতৃত্বে  মিছিল করে
ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা। ।  হরতালে মিছিল ও পিকেটিং করে গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানা শাখা এতে রাস্তায় আগুন ও গাড়ি ভাংচুর করে
হরতাল সমর্থকরা।

অন্যদিকে গাজীপুরের শালনা এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির শালনা থানা শাখা। জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক মু. তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন শালনা থানা সভাপতি মু.মোনাব্বির শিবির নেতা আব্দুস সালাম  সহ অন্যান্ন নেতৃবৃন্দ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান জানান, বিষয়গুলো সম্পর্কে খোঁজ নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *