অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

Slider খেলা

বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দুই ঘণ্টারও বেশি সময়। পরে খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ আশা জাগানিয়াই ছিল। দ্বিতীয় ওভারে স্পিনার থিকশানাকে টানা তিনটি চার মারেন ডেভিড ওয়ার্নার।

প্রথম ওয়ানডেতে গ্লেন ম্যাক্সওয়েলের কারণে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও চেষ্টা করেছিলেন দলকে জয় উপহার দিতে। তবে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়েছে লঙ্কানদের কাছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বোলিং তোপে ২৬ রানে জয় পেয়েছে স্বাগতিক দল।

পাল্লেকেলেতে বৃহস্পতিবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয়টি জিতে ১-১ তে সমতায় ফিরে শ্রীলঙ্কা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২২০ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি নামলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৬ রান। জবাব ৩৭ ওভার ১ বল খেলে ১৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ষষ্ঠ ওভারেই পাথুম নিসানকাকে হারায়। তার ব্যাট থেকে আসে ১৪ রান। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটের স্বাদ নেন কুহনিম্যান। দানুশকা গুনাথিলাকাকে ১৮ রানে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট তুলে নেন কামিন্স।

৩৫ রানে দুই ওপেনার হারানোর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে কুসল মেন্ডিস ও ধনাঞ্জয়া গড়েন ৬১ রানের জুটি। কিন্তু তারা ইনিংসকে বেশি দূর টানতে পারেননি।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট শিকার করেন কামিন্স। ম্যাক্সওয়েল ও কুহনিম্যান ২টি ও সুইপসন একটি উইকেট পান।

শেষে দারুণ বোলিংয়ে ২৬ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে বল হাতে চামিকা করুনারাত্নে নিয়েছেন ৩ উইকেট। সঙ্গে ব্যাটিংয়েও ১৮ রান করায় ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *