পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানে

Slider
image_155596.saarkসার্কের পরবর্তী ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ প্রতিপাদ্য ধরে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে দারিদ্র্য বিমোচনে সার্ককে আরো গতিশীল করতে হবে।
বাস্তবায়ন করতে হবে সার্কে গৃহীত সকল সিদ্ধান্ত। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা করবে পাকিস্তান বলে উল্লেখ করেন তিনি। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন উদ্বোধনের পরে ১০ মিনিটের প্রথম বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দ্বিতীয় বক্তব্য রাখবেন শ্রীঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন বেলা ১১ টায়। এরপর একে একে সরকার প্রধানদের বক্তব্য চলবে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। তারপরে বক্তব্য রাখবেন সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। মহাসচিবের বক্তব্যের পরেই বক্তব্য রাখবেন সার্কের পর্যবেক্ষক সদস্য দেশসমূহ থেকে আগত প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *