কেউ যেন শেখ হাসিনা বা খালেদা জিয়া না হয়—গাজীপুরে কাদের সিদ্দিকী

Slider টপ নিউজ

kader siddiki gazipur

গাজীপুর: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,“সন্তান নিরাপদে ঘরে ফিরবে কিনা সেটা নিয়ে উৎকন্ঠায় থাকেন
বাবা মা। স্ত্রীকে স্বামীর নিরাপত্তা নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকতে হচ্ছে। দেশের এমন পরিস্থিতির জন্যে যুদ্ধ করি নাই। আমরা শান্তির নীড় প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ করেছিলাম। বর্তমান অবস্থায় সমঝোতার জন্য ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় বসিয়েই ছাড়বো।  ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের মধ্যে থেকে যেন বঙ্গতাজ তাজউদ্দিন-বেগম রোকেয়ার জন্ম হয়, কেউ যেন শেখ হাসিনা বা খালেদা জিয়া না হয়।”

শনিবার(১১ এপ্রিল) বিকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচী পালনকালে প্রধান অতিথির ভাষনে তিনি  এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, “একটি স্কুল চালাতে গেলে প্রধান শিক্ষকেরও দপ্তরির সাথে আলাপ করতে হয়, অথচ এই সরকার কারো সাথে আলোচনা না করার জেদ ধরেছে। শান্তি
প্রতিষ্ঠার দাবী নিয়ে ৭৫ দিন ধরে ঘরের বাইরে আছি। ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় বসিয়ে দেশে শান্তি স্থাপন করে  ছাড়বো-ইনশাআল্লাহ।”
সমবেত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের মধ্যে থেকে যেন বঙ্গতাজ তাজউদ্দিন-বেগম রোকেয়ার জন্ম হয়, কেউ যেন শেখ হাসিনা বা খালেদা
জিয়া না হয়।”

সংক্ষিপ্ত সমাবেশে বঙ্গবীর ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী ও পিরুজালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহমেদ
বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, যুবনেতা মিঠুন সিদ্দিকী, আলী হোসেন মন্ডল, ফারুক আহমেদ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক
রিফাতুল ইসলাম দীপ, ছাত্রনেতা শাহীনূর আলম, মেহেদী স¤্রাটসহ অর্ধশতাধিক নেতাকর্মী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ২৮
জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান শুরু করেন। ২ এপ্রিল থেকে শান্তির দাবী নিয়ে সারাদেশে সফর শুরু করেছেন তিনি। তিনি আজ রাতে সভাস্থলে
অবস্থান করবেন। সকালে ময়মনিসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জনিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *