‘প্রাণের মালিক আল্লাহ, প্রেসিডেন্ট নন’

Slider বাংলার আদালত

71231_f

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা কামারুজ্জামান বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। প্রেসিডেন্ট নন। প্রেসিডেন্টের কাছে কী প্রাণ ভিক্ষা চাইব? বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। বিকাল ৫টা ২০ মিনিটে কারাগার থেকে তার পরিবারের ২১ সদস্য বের হন। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার গেট থেকে সামান্য দূরে এসে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আব্বা বিচলিত নন, আমরা হাসিমুখে বিদায় দিয়ে গেলাম। ওয়ামী বলেন, ‘প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে তার পিতা বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। প্রেসিডেন্ট কে যে তার কাছে প্রাণভিক্ষা চাইব?’ এর আগে বিকাল ৪টা ৮ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের পরিবারের ২১ জন সদস্য প্রবেশ করেন। দুটি গাড়িতে করে কামারুজ্জামানের স্ত্রী নূরুননাহার বেগম, বড়ছেলে হাসান ইকবাল ওয়ামী, মেজছেলে হাসান ইমামসহ পরিবারের ১৫ জন সদস্য কারাগারে যান। সেখানে আগে থেকেই আরও ৬ জন স্বজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *