সপ্তাহব্যাপী দেয়া হবে বুস্টার ডোজ, তারিখ ঘোষণা

Slider জাতীয়


সপ্তাহব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ ঘোষণা করেছে সরকার। আগামী ৪ থেকে ১০ জুন এ টিকা দেয়া শুরু হবে।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাত দিনের যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন। টিকার দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পর তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া যাবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড বাধ্যতামূলক।

এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছর ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যে কেউ এখন টিকা নিতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *