‘সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব ধরণের পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি’

Slider ফুলজান বিবির বাংলা

44557_pm

 

ঢাকা; আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের তাঁদের সব ধরনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য সময়োচিত সব পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। কারণ আমাদের সশস্ত্র বাহিনী শুধু বাংলাদেশে না, দেশের সীমানা পেরিয়ে আজকে বিশ্বব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান। অবকাঠামো নির্মাণেও তাঁদের ব্যাপক সাফল্য আছে। শেখ হাসিনা বলেন, কোনো ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ বাংলার মাটিতে হতে দেবো না। আমাদের সরকার সন্ত্রাস-জঙ্গি দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে সক্ষম হয়েছে। গড়ে উঠেছে সামাজিক প্রতিরোধ।
এনডিসি কোর্সে বাংলাদেশের বেসামরিক ও সামরিক এবং ১২টি বন্ধুরাষ্ট্রের  ৭৮জন সামরিক কর্মকর্তা সফলভাবে কোর্স শেষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *