চাল রফতানি সীমিত করবে ভারত

Slider সারাবিশ্ব


চিনির পর এবার চাল রফতানি সীমিত করবে ভারত। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এমনই পূর্বাভাস পাওয়া গেছে।

সময় সংবাদের কলকাতা ব্যুরো প্রধান জানিয়েছেন, ভারতের বাজারে যদি চালের দাম বেড়ে যায়, তাহলে দেশটি চাল রফতানি সীমিত করে দিতে পারে।

অবশ্য রফতানি সীমিতকরণের তালিকা থেকে বাসমতি চালকে বাদ দেয়া হবে বলে ধারণা করা যাচ্ছে।

চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ অর্থবছরে দেশটি ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করে।

তবে বৈশ্বিক সংকটের এ সময়ে ভারত চালসহ আরও ৫টি পণ্যে বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ১ জুন থেকে চিনি রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত ২৪ মে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এক কোটি টন পর্যন্ত চিনি রফতানির অনুমতি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *