কভিড-১৯: গত ২৪ ঘন্টায় বৃটেনে নিহত ৯১৭

Slider জাতীয় বিচিত্র

ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বৃটেনে প্রাণ হারিয়েছেন ৯১৭ জন। ফলে দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৮৭৫ জনে। পূর্বের দিনের তুলনায় কিছুটা কম মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল দেশটিতে। এর আগের দিন ৯৫৩ জন প্রাণ হারিয়েছিল বৃটেনে। সেটিই এখন পর্যন্ত ইউরোপের কোনো দেশের জন্য একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। শনিবার এক ঘোষণায় স্বাস্থ্য কর্মকর্তারা সর্বশেষ তথ্য জানান।

মৃতের সংখ্যা পূর্বের দিনের তুলনায় কমলেও বিশেষজ্ঞরা বলছেন এ সংখ্যা আবারো বাড়তে পারে। কারণ এখনো মহামারির সর্বোচ্চ রূপ দেশটিতে প্রকাশিত হয়নি। এটি আগামি মাসের মাঝামাঝি সময়ে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘোষণায় আরো জানানো হয়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার বৃটিশ নাগরিক। মৃতের সংখ্যা বৃদ্ধির ওপর ভিত্তি করে দেশটি লকডাউন শিথিলের বিষয়ে ভাবছে বলেও জানানো হয় ঘোষণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *