ঢাবি-রাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ

Slider শিক্ষা

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর অক্ট্রয় মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলীসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, যতই হামলা করুক শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত আমরা রাজপথে ছেড়ে যাব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *