‘প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে’

Slider টপ নিউজ

68487_khokon

সুপ্রিমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে খুঁজে না পাওয়া গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গুম, খুন অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও সালাহ উদ্দিনকে অপহরণের প্রদিবাদে নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
খন্দকার মাহবুব আরও বলেন, এ সরকারের আমলেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে পাওয়া যায়নি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। তাকে খুঁজে বের না করলে তার দায়ে প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোন নির্দেশ পালন করবে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *