সিটি নির্বাচন: বিএনপির সিদ্ধান্ত শিগগিরই

Slider রাজনীতি

68493_mahbub

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে দলের স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শুক্রবার সকালে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সহানুভূতি জানানোর পর সিটি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে দলে দুই রকমের ভাবনা-চিন্তা চলছে। তৃণমূল পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। একপক্ষ বলছেন, দলের ব্যাপক জনসমর্থন রয়েছে। এই নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে ছেড়ে দেয়া উচিৎ নয়। আরেক পক্ষ বলছেন- কীভাবে নির্বাচন হবে? দলের প্রার্থী যারা হবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। নেতাকর্মীরা অনেকেই জেলে আছেন। এ রকম পরিস্থিতিতে কীভাবে নির্বাচনে আমরা অংশ নেব? তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলে যে মত শক্তিশালী হবে সে অনুযায়ীই সিদ্ধান্ত হবে বলে প্রত্যাশা মাহবুবুর রহমানের। এর আগে গত বুধবার ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তিন করপোরেশনে ভোট হবে আগামী ২৮ শে এপ্রিল। এদিকে, সালাহউদ্দিন আহমেদের সন্ধান পেতে তার স্ত্রীকে মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন মাহবুবুর রহমান। হাসিনা আহমেদকে মাহবুবুর রহমান বলেন, রাষ্ট্র ব্যর্থ হলে আপনি এফবিআইয়ের সহায়তা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *