রমজানের শুরুতেই দাম বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের। প্রতি কেজি ১১৯ টাকা ৯৪ পয়সা দরে এই মাসে সিলিন্ডার বিক্রি হবে। এতে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৪৩৯ টাকা।
গত মাসেও এলপিজির বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল। ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ১৫১ টাকা বেড়ে এক হাজার ৩৯১ টাকা হয়েছিল।
বিইআরসির ওয়েবসাইটে প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এই এলপিজি প্রতি কেজিতে বাড়ছে ৪ টাকা ৬ পয়সা। সে হিসাবে, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪৯৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৬৩৯ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৫৩৯ টাকা এবং ৫০ কেজির সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ৩৯৭ টাকা।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ২ টাকা ২৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ২ পয়সা।
প্রসঙ্গত, বিইআরসি সৌদি আরামকোর দামের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে থাকে।।