গাজীপুর: জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি ঘোষিত গণমূখী কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর মহানগরের ১৪ ও ৩৬ নং ওয়ার্ডে দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনসাধারণ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম। তিনি কর্মসূচি উদ্ধোধন করতে গিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার গণমূখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কর্মসূচি প্রদান করেন।
ফ্যাসিস্টের পতনের বর্ষপূর্তি উপলক্ষেও তিনি রক্তদান, বৃক্ষ রোপণ, ডেঙ্গু সচেতনতা, করোনা প্রতিরোধ কর্মসূচির মতো গণমূখী কর্মসূচি দিয়েছেন।
এলাকার বয়োজ্যেষ্ঠ বিএনপির সদস্য প্রাক্তনশিক্ষক জনাব খালেক মাস্টারের মাধ্যমে প্রথম বৃক্ষ রোপণ করে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম শিকদার- সাধারন সম্পাদক ১৪নং ওয়ার্ড বিএনপি এবং সঞ্চালনায় ইঞ্জিনিয়ার নুরুল হক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ১৪ নং ওয়ার্ড বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ সিরাজুল হক সাবেক আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর বিএনপি , মোঃ আতাউর রহমান সভাপতি ১৪ নং ওয়ার্ড বিএনপি, ৩৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সোলেমান শাহ, ৩৫ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন তালুকদার, মোঃ আজহারুল ইসলাম খন্দকার- সাবেক সহ সভাপতি গাছা থানা বিএনপি, মোঃ হায়দার আলী-ভাইস প্রিন্সিপাল টাঙ্গাইল হাতিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ন সম্পাদক- মাফিকুর রহমান সেলিম, আলম মাষ্টার- সাবেক দপ্তর সম্পাদক গাছা থানা বিএনপি, গাজীপুর সিটি কলেজের সহকারী অধ্যাপক -মোঃ শরিফুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ নাজমুল আলম মন্ডল।