জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজটে নাকাল নগরবাসী

Slider গ্রাম বাংলা

ইসমাঈল হোসেন,গাজীপুরঃ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলা। শিল্প রাজধানী খ্যাত গাজীপুরে দেশের প্রায় সকল জেলার কোটি লোকের বসবাস। জয়দেবপুরকে গাজীপুরের রাজধানী হিসেবে বিবেচনা করা হয়।

জয়দেবপুর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর জজকোর্ট, রাণি বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর সরকারি মহিলা কলেজ, সাব রেজিষ্ট্রিসঅফিস সহ জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকাই প্রতিদিন হাজারো লোক আসা যাওয়া করেন।

প্রতিদিন কমলাপুর থেকে ময়মনসিংহ ও রাজশাহীতে শহরের বুক চিরে রেল পথে বিশটির মত ট্রেন আসা যাওয়া করাতে নগরবাসী ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। জয়দেবপুরে বসবাস কারী নাগরিকদের দীর্ঘদিনের চাওয়া যানজট নিরসনে রেলক্রসিংয়ের উপর দিয়ে একটি ফ্লাই ওভার স্থাপন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *