খুব শিগগিরই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে——-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

ig pregon inspection karagar

ষ্টাফ করেসপনডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস:  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ। তাদের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ে জোড় আলোচনা চলছে। আমরা এক ঘন্টাও সময় নষ্ট করছি না। খুব শিগগিরই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে।

শনিবার বিকালে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কাশিমপুর কারাগারে কোন বন্দী নির্যাতনের ঘটনা নেই। এখানকার কারা পরিবেশ খুব ভালো। এর আগে প্রতিমন্ত্রী কারা অভ্যন্তরে বন্দি পুনর্বাসন ও প্রশিক্ষণের অংশ হিসেবে কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কয়েকজন বন্দীর সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। পরে মন্ত্রী কারারক্ষীদের সাথে দরবারে মিলিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী, কারা মহাপরিদর্শক(আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত কারামহাপরিদর্শক(আইজি প্রিজন) কর্ণেল ইফতেখার ইসলাম, উপ-কারামহাপরিদর্শক(ডিআইজি প্রিজন) গোলাম হায়দার, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, কাশিমপুর কারাগারগুলোর জেলার ও জেলার সুপারগণসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *