প্রখ্যাত কৌতুক অভিনেতা আনিস আর নেই

Slider বিনোদন ও মিডিয়া

স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিস আর নেই। গতকাল রবিবার রাত ১১টার দিকে তিনি টিকাটুলীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আজ সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে আর নামাজা জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়ার হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে বাদ আসর তাকে সমাহিত করা হবে।
অভিনেতা আনিসের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, উনি সুস্থ ছিলেন।

রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন। ওখানেই তার স্ট্রোক হয়।
উল্লেখ্য, ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *