বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের সমাপ্তি

Slider খেলা

79223_ssa

 

 

 

ফতুল্লা টেস্টের তৃতীয় দিনেও দফায় দফায় হানা দিল বৃষ্টি । আর বৃষ্টি মাথায় তৃতীয় দিনের সমাপ্তি টানলেন আম্পায়াররা। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ এখন ৪৬২/৬ । ফতুল্লায় তৃতীয় দফা বৃষ্টিতে খেলা বন্ধ হয় চা বিরতির প্রাক্কালে। খেলা আর শুরুর করা যায়নি। গতকাল বৃষ্টিতে ভেসে যায় ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই । আজ তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির সময় প্রথমবার বৃষ্টি হানা দেয়। পরে আরেক দফা বৃষ্টিতে বন্ধ করতে হয় খেলা । বৃষ্টির আগে নার্ভাস নাইনটিতে আজিঙ্কা রাহানেকে ফেরান সাকিব আল হাসান। ব্যক্তিগত ৯৮ রানে সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রাহানে। প্রথম ইনিংসে এটি সাকিবের চতুর্থ শিকার।  এর আগে মুরলি বিজয়কে ১৫০ রানে এলবিডব্লিউর ফাঁদে  ফেলেন সাকিব। এছাড়া  শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে আউট করেন এ বাঁ-হাতি স্পিন তারকা। তৃতীয় দিনের শুরুতে টপাটপ তিনটি উইকেট ফেলে দিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। কিন্তু মুরলি বিজয় ও আজিঙ্কা রাহানে চতুর্থ উইকেটে ১১৪ রানের জুটি গড়ে বড় ভারতকে বড় সংগ্রহরে পথ দেখান। কিন্তু ফের সাকিব ও জুবায়েরের ভেল্কিতে খেলায় ফিরেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ ছিল। ফতুল্লা টেস্টের প্রথম দিন কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশী বোলাররা। আর দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই স্বরূপে ফেরে বাংলাদেশী বোলররা। সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর স্পিনার জুবায়ের হোসেনও দেখান সাফল্য। প্রথম ইনিংসে আজ তৃতীয় দিন বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটে নামে ভারত। কিন্তু দিনের ১১তম ওভারে সেঞ্চুরি করা শিখর ধাওয়ানকে ফেরান সাকিব আল হাসান। ভারতের দলীয় ২৮৩ রানের মাথায় ধাওয়ান ব্যক্তিগত ১৭৩ রানে কট অ্যান্ড বোল্ড করে আউট করেন তিনি। পরের ওভারের পঞ্চম বলে ফের আঘাত হানেন সাকিব। এবার রোহিত শর্মাকে (৬) সরাসরি বোল্ড করে ফেরত পাঠান তিনি। সাকিবের পথ ধরে বাংলাদেশকে সাফল্য এনে দেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। দলীয় ৩১০ রানে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ব্যক্তিগত ১৪ রানে সরাসরি বোল্ড করেন তিনি। ভারত ২৭ রানের মধ্যে তাদের ৩ উইকেট হারায়। কিন্তু এরপর মুরলি-রাহানে জুটিতে ফের ঘুরে দাঁড়িয়েছে তারা। সাকিব ৪ ও জুবায়ের ২ উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *