সংসদে অর্থবিল-২০১৪ পাস

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

49969_Perlament
গ্রাম বাংলা ডেস্ক:  শনিবার জাতীয় সংসদে  অর্থবিল-২০১৪ সংশোধিত আকারে পাস হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটি গত ৫ জুন উত্থাপন করা হয়।খবর বাসস।
বিলে ২০১৪ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান সম্বলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে। তাছাড়া বিলে উল্লেখিত বিধানসমূহ ২০১৪ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে।
সরকারি দলের মো. শাহাব উদ্দিন, শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী, জাতীয় পার্টির নরুল ইসলাম মিলন বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব করেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। একটি সংশোধনী প্রস্তাব ছাড়া বাকী সব প্রস্তাব গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *