আ’লীগই বিদেশীদের কাছে নালিশ করে : ফখরুল

Slider গ্রাম বাংলা টপ নিউজ ঢাকা রাজনীতি সারাদেশ

44040_Mirza

গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো বিদেশীদের কাছে নালিশ করেনি, বরং আওয়ামী লীগই বিদেশীদের কাছে নালিশ করছে।

শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে নালিশ করেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুষমা স্বরাজের আমন্ত্রণে বৈঠক করেছেন। সেই বৈঠকে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রস্তাব দেয়া হয়েছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ অতীতে বিদেশীদের কাছে নালিশ করেছে। ফলে ২০০৭ সালে একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছিলো।

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে শুক্রবার বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

একই দিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আওয়ামী লীগ কখনো বিদেশী প্রভুদের পা ধরে কাঁদে না, আওয়ামী লীগ দেশের মানুষের শক্তিতে শক্তিমান হয়ে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি বিএনপি নেত্রীকে বলব মানুষ খুন করা আর অন্যের কাছে গিয়ে কাঁদাকাঁদি করে নালিশ করা একটু বন্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *