খাবার-পানি নিয়ে হাসিনা-রওশন বাক-বিতন্ডা

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি

29933_add

গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর মধ্যে বিশুদ্ধ ও ভেজাল পানি নিয়ে জাতীয় সংসদে বাক-বিতন্ডা হয়েছে।

শনিবার  দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও বিরোধী নেতা।

রওশন এরশাদ তার বক্তব্যে খাদ্যে ভেজাল, ফরমালিন ও রাসায়নিক মেশানোর বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন। তিনি এসব রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।

খাদ্যে ভেজাল প্রসঙ্গে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনিতো ভাল পানি খাচ্ছেন বুঝতে পারছেন না। অন্যদের জিজ্ঞাসা করেন পানির কি অবস্থা। মানুষ যদি সুস্থ না থাকে তাহলে আপনি ডিজিটাল বাংলাদেশ গড়বেন কিভাবে?
রওশনের এ বক্তব্যের পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে জবাব দিয়ে রওশনের উদ্দেশে বলেন, আমিতো দেশের পানি খাই। আপনিতো বিদেশী পানি খাচ্ছেন। উনার টেবিলে বিদেশী পানির বোতল। প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেয়ার সময় এমপিরা রওশন এরশাদের টেবিলে দৃষ্টি দেন। সেখানে একটি বিদেশী পানির বোতল দেখা যায়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মোবাইল ফোন ব্যাবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করেন। তিনি বলেন, এ থেকে যে আয় হবে তা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *