ঢাবি’র ১৮ আবাসিক হল কমিটি ঘোষণা করলো ছাত্রলীগ

Slider ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। আজ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

১৮ টি হলে যারা নেতৃত্বে এসেছেন-
হাজী মুহাম্মদ মহসিন হল
সভাপতি : শহীদুল হক শিশির
সাধারণ সম্পাদক :মোহাম্মদ হোসেন

মাস্টারদা সূর্যসেন হল
সভাপতি : মরিয়ম হাসান খান (সোহান)
সাধারণ সম্পাদক:সিয়াম রহমান

স্যার এফ রহমান হল
সভাপতি : মোঃ রিয়াজুল ইসলাম
সাধারণ সম্পাদক: মুনায়েম শাহরিয়ার মুন

সার্জেন্ট জহুরুল হক হল
সভাপতি : কামাল উদ্দিন রানা
সাধারাণ সম্পাদক :রুবেল হোসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
সভাপতি : মেহেদি হাসান শান্ত
সাধারণ সম্পাদক: মাহবুর রহমান

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল
সভাপতি : কোহিনুর আক্তার রাখি
সাধারণ সম্পাদক :সানজিদা ইয়াসমিন

জগন্নাথ হল
সভাপতি : কাজল দাস
সাধারাণ সম্পাদক :অতনু বর্মন

রোকেয়া হল
সভাপতি : আতিকা বিনতে হোসাইন
সাধারাণ সম্পাদক : অন্তরা দাস পুন্ড্রা

অমর একুশে হল
সভাপতি :এনায়েত এইচ মনন
সাধারণ সম্পাদক :ইমদাদুল হাসান সোহাগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল
সভাপতি: কহিনুর আক্তার রাখি
সাধারণ সম্পাদক : সানজিনা ইয়াসমিন।

কুয়েত মৈত্রী হল
সভাপতি: রাজিয়া সুলতানা কথা

সাধারণ সম্পাদক: জান্নাতুল হাওয়া আঁখি।

বেগম সুফিয়া কামাল হল
সভাপতি: পূজা কর্মকার,
সাধারণ সম্পাদক :রিমা আক্তার ডলি লাবিসা

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
সভাপতি :আযহারুল ইসলাম মামুন
সাধারণ সম্পাদক: হাসিবুল হোসেন শান্ত।

সলিমুল্লাহ মুসলিম হল
সভাপতি :তানভীর সিকদার
সাধারণ সম্পাদক : নিশাত সরকার।

বিজয় একাত্তর হল

সভাপতি : সজিবুর রহমান সজিব
সাধারণ সম্পাদক :আবু ইউনুস

ফজলুল হক মুসলিম হল
সভাপতি: আনোয়ার হোসেন নাইম
সাধারণ সম্পাদক :আবু হাসিব মুক্ত।

শহীদুল্লাহ হল
সভাপতি: জাহিদুল ইসলাম জাহিদ
সাধারণ সম্পাদক: শরীফ আহমেদ মুনিম।

অমর একুশে হল
সভাপতি : এনায়েত এইচ মনন
সাধারণ সম্পাদক: ইমদাদুল হাসান সোহাগ।

কবি জসীমউদ্দীন হল
সভাপতি: মোহাম্মদ সুমন খলিফা
সাধারণ সম্পাদক: লুৎফর রহমান।

এর আগে প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন।

ঘোষণা অনুযায়ী সম্মেলনের হওয়ার তিনদিনের মধ্যেই হল কমিটি ঘোষণা করল ছাত্রলীগ । এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। করোনা মহামারী ও সাংগঠনিক বিভিন্ন জটিলতায় গত পাঁচ বছর ধরে ছাত্রলীগের আর নতুন কোন কমিটি পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আজ এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে হলে দীর্ঘদিনের নেতৃত্ব খরা কাটালো সংগঠনটি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *