রাবির শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস, প্রক্টর প্রত্যাহার

Slider ফুলজান বিবির বাংলা

ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভিসি বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এদিকে আজ সকালে জানাজার জন্য নিহত শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে আনা হয়েছে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে মাহবুবের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সোয়া ১০টার দিকে জানাজার জন্য তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেয়া হয়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে।
কাজের নির্মাণসামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন।

এদিকে হিমেলে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে তারা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেন। ঘটনার পর এক ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের গেটের তালা ভাঙার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *