৪০ হলেই মিলবে বুস্টার ডোজ

Slider জাতীয়

অনলাইন (৩০ মিনিট আগে) জানুয়ারি ৩০, ২০২২, রোববার, ১২:২৫ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন
বাংলাদেশে ১২ বছরের বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি বয়সীরা অন্যদের মত নিবন্ধন করবেন। নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবে।
আমরা এখন ১২ বছর বয়স থেকে শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছরের উপরের নাগরিকদেরও করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া হবে। এটা আজই উন্মুক্ত করে দেয়া হলো।

আমরা ষাটোর্ধ নাগরিকদের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছি। পরে ৫০ বছরে কমিয়ে আনার পরও দেখা গেছে খুব বেশি মানুষকে বুস্টার ডোজের আওতায় আনা যাচ্ছে না। এ কারণে বয়সসীমা আরও কমিয়ে এনেছি। আমাদের হাতে বুস্টার ডোজ দেয়ার মতো পর্যাপ্ত টিকা আছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *