নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন হত্যা কাণ্ডের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা রুজু হয়েছে।
এঘটনায় তিনজন অভিযুক্ত আসামি গত ১১ জানুয়ারী রাত নয়টায় এনা টাসপোর্ট প্রাইভেট লিমিটেড পরিবহন একটি বাসে কক্সবাজার ভ্রমণে যায়। আসামীরা হলো, সোনাব গ্রামের মো. আবুল কাশের সরকারের ছেলে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য মো. রসি সরকার, একই গ্রামের গ্রামের মৃত মান্নান সরকারের ছেলে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি সরকার এবং একই গ্রামের মো. সূর্যত আলীর ছেলে কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা।
মামলা আসামী বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মো. রসি সরকার বলেন, গত ১২ জানুয়ারি রাত নয়টার দিকে এনা পরিবহনের একটি বাসে সস্ত্রীকসহ কক্সবাজার বেড়াতে চলে আসি। এখানে এসে ভোররাতে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হোটেল মারমেট এ পরিবারসহ অবস্থান করি। আমার সফর সঙ্গী হিসেবে রয়েছেন কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি সরকার। তিনি আরও জানান অপর দুইজনও পরিবারসহ কক্সবাজার বেড়াতে এসেছেন।
মামলার বাদী ছাত্রলীগ নেতা নয়ন শেখের বড় ভাই রতন শেখ বলেন, তাঁর কক্সবাজার বসে এই হত্যা কাণ্ডের রোড ম্যাপ তৈরি করেছে আসামীরা। এজন্য তাদের নামে মামলা দেয়া হয়েছে। তাদেরকে গ্রেফতার করলে আসল রহস্য উদঘাটন হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার বলেন, বাদীর লিখিত অভিযোগে মামলা রুজু করা হয়েছে।