নৌকার প্রার্থী পেলেন মাত্র ২৮৯ ভোট

Slider টপ নিউজ


কিশোরগঞ্জ (নীলফামারী): পঞ্চমধাপের নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান দুলাল পেয়েছেন মাত্র ২৮৯ ভোট। যা দেশের তৃতীয় সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করেছেন।

নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী (সাবেক চেয়ারম্যান) জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হাফিজার রহমান হাফি ঘোরা প্রতীক নিয়ে তিন হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ আওয়ামী লীগের বিদ্রোহী দুইপাতা প্রতীক নিয়ে তিন হাজার ৬৩৭ ভোট পেয়েছেন।

ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান দুলাল মাত্র ২৮৯ ভোট পাওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

উপজেলা রির্টানিং অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *