ছবি( বিকেলে টঙ্গী থানা থেকে রুবেল সরকারকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে )
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেছিলেন মেজবাহ উদ্দিন সরকার রুবেল। আজ জমি সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষ জনতার সহযোগিতায় তাকে মারধর করে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) টঙ্গীর পূর্ব আরিচপুর থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত ঘটনায় রুবেল সরকার বেলা ১১ টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরে যায়। সেখানে তার প্রতিপক্ষ সাথে থাকা লোকজন সহ রুবেল সরকারকে মারধর করে ৯৯৯ ফোন করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ রুবেল সহ আহত দুই জনকে উদ্ধার করে থানায় আনে। সারাদিন নাটকীয়তা শেষে বিকেলে টঙ্গী পূর্ব থানা থেকে উপপুলিশ কমিশনারের গাড়িতে তাকে জিএমপি সদর দপ্তরে নেয়া হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, জনতা তাকে ধরে ৯৯৯ ফোন করেছে। তারপর আমরা গিয়ে তাকে উদ্ধার করে এনেছি। এই ঘটনায় রুবেল সরকার সহ দুই জন আহত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের( জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, রুবেলকে একাধিক মামলায় আটক করা হয়েছে। বিস্তারিত কিছু বলেননি তিনি।
টঙ্গী বাজারের বাসিন্দা মোহাম্মদ আলী সরকারের ছেলে মেজবাহ উদ্দিন রুবেল সরকার ২০১৩ সালে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে নির্বাচন করেন। ২০২৩ সালে একই পদে মনোনয়ন চেয়ে পাননি তিনি।