মিয়ানমারে আবারও হত্যাযজ্ঞ, সেভ দ্য চিলড্রেনের ২ কর্মীকে হত্যা

Slider সারাবিশ্ব

মিয়ানমারে বড়দিনের দিন চালানো এক গণহত্যায় সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছে। সংস্থাটি নিজেই এ খবর নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে জানানো হয়েছে, ওই হামলা দেশটির সেনাবাহিনী চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের পূর্বাঞ্চলে ওই হত্যাযজ্ঞটি চালানো হয়। দেশটিতে জান্তার বিরুদ্ধে যুদ্ধরত যোদ্ধারা জানিয়েছেন, তারা নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করেছে। এই মরদেহগুলো কায়াহ প্রদেশে হাইওয়ের উপরে ফেলা ছিল। ওই প্রদেশ্যে গণতন্ত্রপন্থী যোদ্ধারা সামরিক বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করে যাচ্ছে। সেভ দ্য চিলড্রেন ওই সময় জানিয়েছিল, হত্যাযজ্ঞের সময় সেখানে তাদের দুই কর্মী উপস্থিত ছিল এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা।
এখন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলো।

গত ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার। তারা গণতন্ত্রপন্থী শাসকদের বিরুদ্ধে অভ্যুত্থান করে তাদের ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ, আন্দোলন ও সশস্ত্র যুদ্ধ চলছে। এসব কঠিনভাবে দমন করছে দেশটির সেনাবাহিনী। এখন পর্যন্ত সেনাবাহিনীর হাতে দেশটির ১৩ শতাধিক গণতন্ত্রপন্থী নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *