মেম্বার প্রার্থীর কর্মীর পা ভেঙে দিলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা

Slider ফুলজান বিবির বাংলা

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক মেম্বার পদপ্রার্থীর কর্মীকে তুলে গভীর জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতন করছে প্রতিদ্বন্দ্বী অপর মেম্বার প্রার্থীর সমর্থকরা।

গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া বাজারে ওই ঘটনা ঘটে। গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মিজানুর রহমান (মোরগ) বলেন, তাঁর কর্মী মো. জালাল উদ্দিন রাতে ওয়ার্ডের নয়াপাড়া বাজারে চায়ের স্টলে বসে ভোট প্রার্থনা করছিলো এসময় তাঁর প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী প্রার্থী মো. নিজাম উদ্দিন (তালা) প্রতীকের সমর্থক মো. মিজানুর রহমান, নজরুল ইসলাম এবং মোশাররফ হোসেনসহ তাঁর ১০ থেকে ১২ জন সমর্থক তাঁর কর্মী মো. জালাল মিয়াকে তুলে নিয়ে নয়াপাড়া বাজারের পূর্ব দিকে গভীর গজারি বনের ভেতর নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে রক্তাক্ত জখম করে। এরপর তাঁকে মারাত্মক ভাবে পিটিয়ে পা ভেঙে দেয়া। এসময় তাঁর অপর কর্মী আবুল কাশেম তাঁকে রক্ষা করতে গেলে নিজাম উদ্দিনের সমর্থকরা আবুল কাশেমকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদের চিৎকারে বাজারের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল কাশেম বলেন, মো. জালাল উদ্দিন বাজারে বসে মোরগ মার্কার ভোট চাওয়ার অপরাধে তাঁকে জোর করে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে পা ভেঙে দেয়। আমি রক্ষা করতে গেলে আমাকেও মারধর করে।
গাজীপুর ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নিজাম উদ্দিন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এধরণের নাটক সাজিয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি। তাঁদের শরিরে আঘাতের চিহ্ন রয়েছে? তাহলে এগুলো কি করে হলো? এমন প্রশ্নের উত্তরে মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এম এ সাইদ লিয়ন বলেন, জালাল উদ্দিন ও আবুল কাশেম নামে দু’জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। পরিক্ষা দেয়া হয়েছে। পরিক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আল নোমান বলেন, এবিষয়ে মেম্বার পদপ্রার্থী মো. মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *