ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ১

Slider টপ নিউজ


ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে সময় হামিদুল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

ভোট গনণা শেষে ফল ঘোষণার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি ছোঁড়ে পুলিশ।

এ সময় হামিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। রোববার রাত আটটার দিকে রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আশান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আরো চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফলাফল ঘোষণার সময় তালা ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি করে। এতে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানিয়েছেন, ফলাফল নিয়ে দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলশ গুলি করলে একজন মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *