সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। দীর্ঘ ক্যারিয়ারে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপরই চমক দেখিয়েছেন বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুরফি’ সিনেমায় নাম লিখিয়ে। সম্প্রতি এর শুটিং করে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঘরোয়া এক আড্ডার বসেন এই অভিনেত্রী।
আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই অভিনেত্রী জানান, তার এই পথচলা এতটা সুখকর ছিল না। হতাশা ও কষ্ট থেকে দুইবার তিনি আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়ের জন্যই বাঁধন ফিরে এসেছেন বারবার!
বাঁধন বলেন, ‘আমি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের দিকে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম।’