‘যারা ইসলাম ধর্ম পালন করে-তারা কিভাবে মানুষ মারে’

Slider জাতীয়

63773_pm

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারার মতো যন্ত্রণা মানুষ মানুষকে কিভাবে  দেয়? যারা ইসলাম ধর্ম পালন করে-তারা কিভাবে মানুষ মারে? তিনি বলেন, এখানে আলেম-মাশায়েখরা এসেছেন। আপনাদের কাছে আমি এই বিচারের ভার ছেড়ে দিলাম। আল্লাহ তাদের সুমতি দিক। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক সুফি সম্মেলন-২০১৫’ এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন ওই সম্মেলনের আয়োজন করে। এসময় তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘অপকর্মের’ বিরুদ্ধে জনমত সৃষ্টিতে কাজ করার জন্য আলেমদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা ইসলাম ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে, তারা ইসলামের বদনাম করছে। তারা কি মানবতার দিকে একবারও ফিরে তাকাবে না? বিশ্ব ইজতেমার সময়ও অবরোধ প্রত্যাহার না করায় দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, কি দুর্ভাগ্য আমাদের! ইজতেমার সময়ও অবরোধের কর্মসূচি দিয়েছে। এরা হরতাল আর অবরোধের নামে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ইসলাম ধর্মের কোন সম্মান দেয় না। তিনি বলেন, বাংলাদেশে এখন যে তা-ব হচ্ছে- পেট্রলবোমা দিয়ে মানুষ মারছে, আতঙ্ক সৃষ্টি করছে। এরা কি প্রকৃত মুসলমান? সম্মেলনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ভারতের রাজস্থানের আজমীরের খাজা মইনুদ্দিন চিশতীর দরগাহর সভাপতি ওয়াহিদ হোসেন চিশতী, দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগাহের সভাপতি সৈয়দ নজিব আল নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়াহিদ হোসেন চিশতী তার বক্তব্যের শেষে প্রধানমন্ত্রীকে আজমীর থেকে আনা একটি ওড়না পরিয়ে দেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *