বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ এলাকার বোনের বাসা থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে মান্নার বোন আসমা আক্তার অভিযোগ করেছেন।
বরিশালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ২ নম্বর আসামি মান্না।
১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলার ঘটনায় পুলিশ ও আনসার সদস্যদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আঘাতপ্রাপ্ত হন বলে তিনি দাবি করেছেন। আহতদের মধ্যে তিন পুলিশ ও দুই আনসার সদস্য রয়েছেন।
ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহকে হুকুমের আসামিসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েক শ’ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা দায়ের করেন ইউএনও। অপরটি করে পুলিশ।