বালুবাহী ট্রলারের সঙ্গ নৌকার সংঘর্ষ চিকিৎসক নিখাঁজ

Slider ফুলজান বিবির বাংলা

রাতুল মন্ডল শ্রীপুরঃ গাজীপুরর শ্রীপুর খিরু নদীত আনদভ্রমণ আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বহনকারী একটি নৌকা ট্রলারের সঙ্গ সংঘর্ষ ডুব গিয় একজন চিকিৎসক নিখাঁজ হয়ছন।

গতকাল মঙ্গলবার রাত সাড় আটটার দিক উপজলার কাওরাইদ ইউনিয়নর ধামলই উড়াহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘট।

নিখাঁজ চিকিৎসকর নাম অমিত সাহা। তিনি ময়মনসিংহর ভালুকা উপজলা স্বাস্থ্যকমপ্লক্সর চিকিৎসা কর্মকর্তা। তাঁর বাড়ি গাজীপুর নগরর বিলাশপুর এলাকায়।

ভালুকা উপজলা পরিষদর চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, ভালুকা উপজলা স্বাস্থ্যকমপ্লক্সর ২০ থেক ২৫ জন চিকিৎসকসহ চিকিৎসাকর্মী ইঞ্জিনচালিত একটি নৌকায় আনদভ্রমণ বের হয়ছিলন। ফেরার পথে গতকাল মঙ্গলবার রাত সাড় আটটার দিক খিরু নদীর ধামলই উড়াহাটি এলাকায় বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গ সংঘর্ষ হয়। এত নৌকাটি ডুবে গেল চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা সাঁতরেন পার ওঠলেও তলিয় যান অমিত সাহা।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফন্সর একটি ডুবুরিদল সেখান পৌঁছান। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত অমিত সাহার মরদহ খুঁজ পায়নি ডুবুরিদলটি।

দুর্ঘটনার বিষয়টি জানার জন্য ফোনে করা হলে ভালুকা উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বগম বলন, ‘এইমুহূর্ত আমি দুর্ঘটনাস্থলে আছি। পর কথা বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *