সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

Slider খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৩০ মিনিট পর টস হলো। দেড় ঘণ্টা পর খেলা টস হলেও ম্যাচের দৈর্ঘ্য কমেনি। ২০ ওভারেই খেলা হবে।

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন আগের ম্যাচের একাদশই থাকছে।

তবে সিরিজে ফেরার প্রত্যয়ের ম্যাচে তিনটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া।

আজ জিতলেই ইতিহাস গড়বে টাইগাররা। অতীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলেই নতুন ইতিহাস রচনা করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *