গাজীপুর জেলা প্রশাসনের ত্রাণ দিচ্ছে বিশেষ টিম

Slider বাংলার মুখোমুখি

ইসমাইল হোসেন, গাজীপুরঃ চলামান করোনা ভাইরাসে বিধ্বস্ত অসহায় আত্মপিরিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসনের বিশেষ টিম (এস আর টি) ও রেড ক্রিসেন্ট গাজীপুর।

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট ও স্পেশাল রেসপন্স টিম ( এস আর টি) নামে স্বেচ্ছাসেবী সংগঠন। দুই সংগঠনের ৩০ জনের অধিক কর্মী প্রতিদিন ৫টি দলে বিভক্ত হয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মতে সরকারি ত্রাণ বিতরণ করছেন।

চলমান লকডাউনে ইতোমধ্যে ত্রাণ সহায়তা পেয়েছেন বে-সরকারি শিক্ষক, লাইব্রেরী কর্মী, দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার , রিকশা চালক ও হোটেল শ্রমিক। এছাড়াও প্রতিদিন ১২০ জন পথ শিশুকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।

এস আর টির এরিয়া কমান্ডার মেহেদী হাসান গ্রাম বাংলা নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলা ত্রাণ কর্মকর্তার প্রত্যক্ষ ব্যবস্থাপনায় রাতের বেলায় ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৩৮০ জন বে-সরকারী শিক্ষককে নগদ ১৫০০ টাকা করে দেওয়া হয়। এছাড়া অন্যান্যদের দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি সয়াবিন তেল দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *