সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে ৬তলা দুটি ভবন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

Slider সিলেট

সিলেটে ভূমিকম্পে হেলে পড়া ৬তলা দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। শনিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন। ভূমিকম্পের ফলে দুটি ৬তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন- নগরের পাঠানটুলার দর্জিপাড়াস্থ মোহনা আবাসিক এলাকার বি ও সি ব্লকের পাশাপাশি থাকা দুটি ছয় তলা বিল্ডিং প্রায় দুই ফুট হেলে পড়ে। তবে- এতে কোনো ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে রাতে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুটি পরিদর্শন করেন।

এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ভবন দুটিতে বসবাসকারি লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে- ভবন দুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *