বাংলাদেশসহ ৪ দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

Slider জাতীয়


করোনা সংক্রমণের জেরে সংযুক্ত আরব আমিরাত আগামী ১২ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে যাত্রী পরিবহনকারী বিমান চলাচলে নিষেধাজ্ঞা চালু করতে যাচ্ছে। সোমবার আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এক বিবৃতিতে এই তথ্য জানায়।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জেরে গত ২২ এপ্রিল থেকে ভারতের সাথে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় আমিরাত।

এনসিইএমএর বিবৃতিতে বলা হয়, এই চার দেশে আমিরাতে প্রবেশের ১৪ দিন আগে ভ্রমণ করে আসা অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও নতুন আদেশ কার্যকর হবে।

তবে আমিরাতের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও কূটনীতিকদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে বিবৃতিতে জানানো হয়।

এই চার দেশের সাথে আমিরাতের মালবাহী বিমান চলাচল অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *