গাজীপুরঃ শ্রীপুরের মাওনা ইউনিয়নের নিন্ম আয়ের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
রবিবার (৯ মে) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের নগদ অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, সরকার ঘোষিত লকডাউনের ফলে নিন্ম আয়ের মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর আওতায় মাওনা ইউনিয়নের নিন্ম আয়ের চার হাজার তিনশত এক জন মানুষ ৪৫০ টাকা করে পাচ্ছে।
প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহয়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়নের ইউপি সদস্যসহ সংরক্ষিত মহিলা সদস্যগণ।