পশ্চিমবঙ্গে নির্বাচন : ৩৪ বছরের শাসকদের ঝুড়ি শূন্য!

Slider ফুলজান বিবির বাংলা

ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বের ম্যারাথন ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। রাজ্যটিতে যে রাজনৈতিক জোট টানা সাতবার বা টানা ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে, সেই বামফ্রন্ট (পশ্চিমবঙ্গ) এবারের নির্বাচনে এখন পর্যন্ত একটি আসনও পায়নি।

দুপুর একটা পর্যন্ত ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, গত দুই মেয়াদে অর্থাৎ ১০ বছর ধরে রাজ্যটিতে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ২৮৪টি আসনের মধ্যে ২০২টি আসনে এগিয়ে রয়েছে।

কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি পেতে চলেছে ৭৭টি আসন।

স্বতন্ত্র দুইটি, ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন একটি, কংগ্রেস একটি আর রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি একটি আসন পেলেও, ৩৪ বছরের শাসক দলের নামে একটিও আসন মেলেনি।

ফাঁকা বিজেপির মিডিয়া সেন্টার
পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হতে শুরু করার সাথে সাথেই বিজেপি নেতাদের আর মিডিয়া সেন্টারে দেখা মিলছে না!

অলস অপেক্ষা শুধু মিডিয়া কর্মীদের। কলকাতার হেস্টিংস অঞ্চলে বিজেপির নির্বাচনী সদর দফতরে আলাদা আলাদা বুথে যাদের সাক্ষাৎকার দেয়ার জন্য বিশাল আয়োজন করেছিল বিজেপি!

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *