ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Slider জাতীয়

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার মাত্রায় এর মাত্র ছিল ৬.২।

সকালে রাজধানীর কারওয়ান বাজারে কর্মস্থলে এসেছেন শাপলা আহমেদ ও অরূপ রায়। তাঁদের অফিস ১২ তলায়। তাঁরা জানান, ভূমিকম্পের সময় তাঁরা প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। ফুলের টব, টিভি সবকিছু এ সময় দুলছিল।

এদিকে এনডিটিভির খবরে জানা যায়, ভারতের আসামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বলা হয়েছে, ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, অসম, কম্পন টের পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। আসামের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *